ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত একক প্রার্থী সাবেক এমপি মোশারফ হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে কাহালু উপজেলা পরিষদে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির প্রার্থী মোশারফ হোসেন। একইদিনে নন্দীগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা ও উপজেলা নির্বাচন অফিসার তাজুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
তিনি ২০১৮ সালের নির্বাচনে বেদখল হওয়া বিএনপির দুর্গ পুনরুদ্ধার করে সংসদ সদস্য নির্বাচিত হলেও দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেছিলেন। ধানের শীষ প্রতীকে বিপুল পরিমাণ ভোটে রেকর্ড গড়বেন বলে প্রত্যাশার কথা জানিয়েছেন।
মন্তব্য করুন